যদি ঘাড়ব্যথার সঙ্গে বাহু কিংবা হাতে অবশ ভাব দেখা দেয়, কিংবা হাতের শক্তি কমে যায়, অথবা কাঁধ ব্যথা করে কিংবা ব্যথা হাতের দিকে নামে, তা হলে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। শিক্ষার্থী কিংবা কর্মজীবী, প্রায় সবারই ঝুঁকি আছে ঘাড়ব্যথায় আক্রান্ত হওয়ার, বা ঘাড়ের পেশি শক্ত হয়ে যাওয়ার। শোয়া-বসার অবস্থানের সমস্যা